আমি মানুষ নিজেকে সবার চাইতে বুদ্ধিমান মনে করি।অনেক চালাক মনে করি।আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছি। অনেক সময় কেটে গেল। এখন মুখে খোঁচা খোঁচা দাড়িও হয়েছে।অনেক আড্ডা বন্ধু প্রেম সব এ দেখলাম। হেলেয়াই গা ভাসিয়ে অনেক টা সময় গেল।আমি কি কিছু করতে পেরেছি বা ভাল কিছু হতে পেরেছি নিজেকে জিজ্ঞাস করলে কোন উত্তর আসে না।
আমি এখন ও আধারে , রাত জাগি ।

0 comments:
Post a Comment